আমরা অনেকে আছি যারা রুপচর্চার জন্য কতোকিছু কিনে থাকি।কতো টাকার অপচয় করি আর নতুন কিছু খুঁজে বেড়ায়। কিন্তু আমাদের হাতে কাছে আছে রুপচর্চার একটা দারুন পণ্য। যেটা সব সময় আমাদের বাড়িতে থাকে। ভাবছেন কি? সেটা হলো আলু। আবাক হচ্ছেন? আবাক হওয়ার কিছু নেই। সত্যি আলু দিয়ে হয় দারুন রুপচর্চা। তবে দেখে নিন পদ্ধতি।
১।মুখ পরিষ্কার করার জন্য: মুখ পরিষ্কার করতে আলু অনেক ভাল কাজ করে।প্রথমে আলুর খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কাটুন।আলুর টুকরোগুলো ভাল করে ধুয়ে নিন।আলুকে থেঁতো করে নিন, তারপর ভালো করে ডলে ডলে মুখে মাখুন। ৪/৫ মিনিট ম্যাসাজ করবেন।এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।ব্যাস, তারপর দেখুন কি পরিষ্কার একটা ঝকঝকে চেহারা।
২।কাল দাগ দূর করার জন্য:মুখের দাগ দূর করতে আলুর জুড়ি নেই।বিশেষ করে ব্রণের দাগ দূর করতে আলু অনেক উপকারি।আলু বাটুন এবং আলু চিপে রস বের করে নিন।আলুুর রসের সাথে কাঁচা দুধ দিন।ভাল করে মিশিয়ে এই মিশ্রণ ঘাড়, গলা, কনুই ইত্যাদি স্থানে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। কিছুদিন ব্যবহারেই দাগ-ছোপ কমবে।