দন্ডকারন্য’ নাটকটির রচয়িতা কে?
উঃ মুনীর চৌধুরী।
ধন ধান্যে পুষ্পে ভরা’- দেশাত্মবোধক
গানটির রচয়িতা কে?
উঃ দ্বিজেন্দ্রলাল রায়।
আরাকান রাজসভায় বাংলা সাহিত্যের
উল্লেখযোগ্য সাহিত্যিকের নাম কি কি?
উঃ দৌলত কাজী, আলাওল, কোরেশী মাগন ঠাকুর,
মরদন, আব্দুল করিম খোন্দকর।
আরাকানকে বাংলা সাহিত্য কি নামে উল্লেখ করা
হয়েছে?
উঃ রোসাং বা রোসাঙ্গ নামে।
.কবি আলাওল কোথায় জন্মগ্রহন করেন?
উঃ ফতেহাবাদের জালালপুরে।
মাগন ঠাকুর কে ছিলেন?
উঃ রোসাঙ্গ রাজ্যের প্রধানমন্ত্রী।
“নসীহত নামা” কোন জাতীয় গ্রন্থ? কে
রচনা করেছেন?
উঃ মরদন রচিত কাব্যগ্রন্থ।
কার আদেশে দৌলত কাজী ‘সতি ময়না ও
লোরচন্দ্রানী’ কাব্য রচনা করেন?
উঃ শ্রী সুধর্ম রাজার আমলে তাঁর লঙ্কর উজির
আশরাফ খানের আদেশে।
.‘সতি ময়না ও লোরচন্দ্রানী’ কোন শতকে
কাব্য?
উঃ সপ্তদশ শতাব্দী।
.সতী ময়না ও লোরচন্দ্রানী হিন্দি ভাষার
কোন কাব্য অবলম্বনে রচিত?
উঃ হিন্দী কবি সাধন এর " মৈনাসত" অবলম্বনে।