.
টেকনিক: প্রেমে পরার অধিকার নিয়ে নির্বাহী স্যার
আইন,বিচার ও নির্বাচনের মাধ্যমে নিরীক্ষা করে
কর্মটিকে সংশোধন করবেন।
.
ব্যাখ্যা:
.
প-প্রজাতন্ত্র (১ম ভাগ)
.
রা-রাষ্ট্র পরিচালনার মূলনীতি (২য় ভাগ)
.
অধিকার-মৌলিক অধিকার
(৩য় ভাগ)
.
নির্বাহী স্যার-নির্বাহী বিভাগ (৪র্থ ভাগ)
.
আইন-আইন সভা(৫ম ভাগ)
.
বিচার-বিচার বিভাগ (৬ষ্ঠ ভাগ)
.
নির্বাচন-নির্বাচন (৭ম ভাগ)
.
নিরীক্ষা-মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (৮ম ভাগ)
.
কর্মটি-বাংলাদেশের কর্মবিভাগ (৯ম ভাগ)
.
সংশোধন-সংবিধান সংশোধন
(১০ম ভাগ)
.
বিবিধ (১১ তম ভাগ)
.
এখান থেকে রিটেন পরীক্ষায় প্রশ্নটি আসবে
এভাবে---বাংলাদেশ সংবিধানের ভাগ গুলো লেখ।
আসলেই টেকনিকটি দিয়ে ফাটিয়ে দিবেন। ব্যস্!
কেল্লাফতে।
.
প্রথম ভাগের ১-৭ পর্যন্ত অনুচ্ছেদ গুলো যেভাবে
মনে রাখবেন।
.
টেকনিক:প্রজারা মিষ্টি ভাষার সঙ্গীতে কৃতিত্ব
দেখিয়ে রানীকে প্রাধান্য না দিয়ে অপরাধ করে
সংশোধনের অযোগ্য বলে গণ্য হলো।
.
ব্যাখ্যা:প্রজা--প্রজাতন্ত্র( ১)
.
প্রজা--প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা(২)
.
রা-রাষ্ট্রধর্ম(২ক)
.
মিষ্টি ভাষার --রাষ্ট্রভাষা(৩)
.
সঙ্গতে-জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক(৪)
.
কৃতিত্ব --জাতির পিতার প্রতিকৃতি(৪ক)
.
রা-রাজধানী (৫)
.
নী-নাগরিকত্ব(৬)
.
প্রাধান্য --সংবিধানের প্রাধান্য(৭)
.
অপরাধ-সংবিধান বাতিল, স্হগিতকরণ, ইত্যাদির অপরাধ
(৭ক)
.
সংশোধনের অযোগ্য-সংবিধানের মৌলিক বিধানাবলী
সংশোধন অযোগ্য।(৭খ)
.
এখান থেকে রিটেন পরীক্ষায় প্রশ্নটি আসবে
এভাবে----বাংলাদেশ সংবিধানের প্রজাতন্ত্রের
মূলনীতি আলোচনা কর। ব্যস্! টেকনিকটি দিয়ে ১-৭
অনুচ্ছেদ গুলো লিখে টি-টোয়েন্টি খেলে দিবেন। বা
আলাদা করে যদি প্রশ্নে বলে, বঙ্গবন্ধুর প্রতিকৃতি
বা জাতীয় সঙ্গীত কোন ভাগের কোন অনুচ্ছেদে
আছে। আপনার তো টেকনিকটি জানাই আছে,সো ছয়
খেলতে ভয় কীসের?
.
যারা হঠাৎ করে সংবিধানের চার মূলনীতি ভুলে
যান;তাদের জন্য।
.
টেকনিক: জাতীয় তন্ত্র বাদ।
.
ব্যাখ্যা:জাতীয়-জাতীয়তাবাদ, তন্ত্র-সমাজতন্ত্র ও
গণতন্ত্র বাদ-ধর্মনিরপেক্ষতাবাদ।
.
এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসে এভাবে--বাংলাদেশ
সংবিধানের মূলনীতি কী কী? ব্যস্। আলতো কাটে বল
সীমানায় পাঠিয়ে দিন।
.
# সংবিধানের_সাতটি_তফসিল
যেভাবে মনে রাখবেন।
.
টেকনিক: ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের কার্যকর
আইন বিলুপ্তির শপথ বিধানের জন্য বঙ্গবন্ধুর
ভাষণে ঘোষণা জারি হলো।
.
ব্যাখ্যা:
.
প্রথম তফসিল-কার্যকর আইন-অন্যান্য বিধান
সত্ত্বেও কার্যকর আইন।
.
দ্বিতীয় তফসিল-বিলুপ্তির-বিলুপ্ত
.
তৃতীয় তফসীল--শপথ-শপথ
ও ঘোষণা
চতুর্থ তফসিল-বিধানের--ক্রান্তিকালীন ও অস্হায়ী
বিধানাবলী।
.
পঞ্চম তফসিল-বঙ্গবন্ধুর ভাষণে --১৯৭১ সালের ৭ই
মার্চের ভাষণ।
.
ষষ্ঠ তফসিল-ঘোষণা-- ১৯৭১ সালের ২৫শে মার্চ রাত
শেষে অর্থাৎ ২৬শে মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার
ঘোষণা।
.
সপ্তম তফসিল-জারি--১৯৭১ সালের ১০ই এপ্রিল
মুজিবনগর সরকারের জারিবৃত ঘোষণা পত্র।
.
.