কীভাবে বুঝবেন আপনার ত্বকের প্রকৃতি :
সকালবেলায় ঘুম ভাঙার পর মুখে পানি না দিয়ে একটা টিস্যু পেপার নিয়ে মুখের ওপর চেপে ধরুন। তারপর পেপারটি ভালো করে লক্ষ্য করুন। বুঝতে পারবেন আপনার ত্বকের প্রকৃতি।
এবার আমরা জানব ত্বকের ধরন :
.
💜স্বাভাবিক ত্বক :
টিস্যু পেপারে সামান্য তৈলাক্ত ভাব দেখতে পাবেন।
.
💜শুষ্ক ত্বক :
টিস্যু পেপারে তৈলাক্ত ভাব দেখা যাবে না।
.
💜তৈলাক্ত ত্বক : টিস্যু পেপারে বেশি পরিমাণে তৈলাক্ত ভাব দেখা যাবে।
.
💜মিশ্র ত্বক : টিস্যু পেপারে বিভিন্ন অংশে ভিন্ন ভিন্ন ছোপ ফুটে উঠবে।