যখন কোন আলোক তরঙ্গ কোন ক্ষুদ্র কণিকার উপর পড়ে, তখন কণিকা আলোক তরঙ্গকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়। একে আলোর বিক্ষেপণ বলে। কোন আলোর বিক্ষেপণ কতটুকু হবে তা নির্ভর করে এর তরঙ্গদৈর্ঘের উপর। যে আলোর তরঙ্গদৈর্ঘ্য যত কম হবে সে আলোর বিক্ষেপণ তত বেশি হবে।
আলোক বর্ণালী যখন বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন এর সবচেয়ে কম তরঙ্গদৈর্ঘ্যের বেগুনি আলো বায়ুমণ্ডলের ধুলোবালির দ্বারা শোষিত হয়। এরপর থাকে নীল সহ বাকি বর্ণের আলোকসমূহ। নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য কম বলে এর বিক্ষেপণ বেশি হয় ফলে আকাশের নীলের প্রাচুর্য ঘটে তাই আকাশ নীল দেখায়।