পূর্ববর্তী এন্ড্রয়েড অপারেটিং ভার্সনগুলোর (যেমন কিটক্যাট - 4.4) চেয়ে এন্ড্রয়েড ললিপপ (5x) খুবই উন্নত মানের ছিল। বর্তমানে অর্থাৎ ২০১৮ সালে এন্ড্রয়েড ৮.০ - ওরিও এবং এন্ড্রয়েড ৯.০ পি ভার্সন বের হয়েছে যেগুলো আরো আধুনিক এবং খুবই দ্রুত। তাহলে দেখে নেই এন্ড্রয়েড ললিপপ ভার্সনে কোন কোন ফিচার গুলো খুবই অধুনিক ছিল এন্ড্রয়েড কিটক্যাটের থেকে।-
১. এই ভার্সনে আপনি স্মার্ট লক আপশন পাবেন ব্লুটুথ এর জন্য যেটি আপনার ফোনকে আরো নিরাপদ করবে।
২. এই ভার্সনে সর্বপ্রথম “ডু নট ডিস্টার্ব” সাইন আপশনটি এ্যাড করা হয়।
৩. গুগল’স ফ্লাপি বার্ড ক্লোন গেমটি এটির সাথে এ্যাড করা হয়।
৪. ব্যাটারি বাঁচানোর নতুন সেভ মোড আছে যাতে এই মুডে অকেক্ষন ব্যাটারি টিকে থাকে।
৫. লেখা পড়তে পারার মত যথেষ্ট পরিচ্ছন্ন করা হয়েছে এই এন্ড্রয়েড অপারেটিং ভার্সনকে।
৬. সিকিউরিটির জন্য খুব ভালোমানের ডাটা লক বা এনক্রিপশন আছে।
৭. ভাইরাস প্রতিরক্ষার জন্য খুব ভালো মানের ম্যালওয়ার প্রতিরক্ষা ব্যবস্থা যোগ করা হয়েছে।
ধন্যবাদ