একটা প্লান মাথায় আসলো বাংলাহাব নিয়ে। নিচে লিস্ট আকারে দয়া হল -
১. কন্টেন্ট কন্ট্রিবিউশন বাড়ানো
২. প্রতিদিন কমপক্ষে ২ টি লেখা বাংলাহাবে প্রকাশ করা
৩. কবিতা প্রকাশের ব্যবস্থা করা। সেক্ষেত্রে সর্ব্বোচ্চ লাইক পাওয়া কবিতাগুলোর লেখকদের সম্মানি দেয়া। কবিতার ক্ষেত্রে নতুন সাইট দ্বার করানো।
৪. বাংলাহাব Answers কমিউনিটির জন্য টিম গঠন করে প্রশ্ন এবং উত্তরের ব্যবস্থা করা
৫. এসইও এর জন্য রিলেটেড সাইটগুলোতে লিংক, প্রফাইল এবং একটিভিটি করা।
৬. সোশ্যাল মিডিয়াতে আরো একটিভ হওয়া
৭. বাংলাহাব ব্রান্ডিং তৈরী করা এবং এর জন্য ইভেন্ট এ অংশ নেয়া।
আরো যদি কারো কোন প্লান থাকে তাহলে মন্তব্য করুন।
বাংলাহাব- এবার পুরো পৃথিবী বাংলায়