আসলে উপন্যাস লিখার নিয়ম কেমন হবে তার সহজ কোন উত্তর নেই। আর এমন কোন ম্যাজিক ফরমূলা নেই যেটি ব্যবহার করে আপনি উপন্যাস লিখতে পারবেন। প্রত্যেক উপন্যাসের নিজস্ব কাঠামো, নিজস্ব গতি, বিশ্বের দিকে তাকানোর নিজস্ব উপায় থাকে। আর সেটা নির্ভর করে লেখকের চিন্তা শক্তি, অভিজ্ঞতা ও গুরুত্বের উপর। তবে কিছু পয়েন্ট আমি বলতে পারব যেগুলো হয়ত আপনাকে সাহায্য করতে পারবে। তবে আগেই বলে নেই আমি নিজেও কখনও উপন্যাস লেখি নি। এটি আমার নিজস্ব মতামত।
১. আপনার নিজস্ব দৃষ্টি ভঙ্গি থাকতে হবে এবং সেটি আপনার লেখনিতে প্রকাশ পাবে।
২. নিদিৃষ্ট একটি চরিত্র বা বহুমাত্রিক চরিত্র বিবেচনা নিয়ে কাজ করতে পারেন।
৩. ছোট ছোট অনেক বিষয়গুলো উপস্থাপনের ক্ষেত্রে মনোযোগী হতে হবে।
৪. বিভিন্ন দ্বন্দ্ব নিয়ে আপনার উপন্যাসের একটা প্লট বানাতে পারেন।
৫. চুক্তি ভিত্তিক বিভিন্ন ঘটনা প্রবাহ রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার উপন্যাসের মূল ঝুকি গুলোকে তুলে ধরুন।
৬. বিভিন্ন অজানা বিষয়গুলোকেও আপনাকে রাখতে হবে। সেক্ষেত্রে নতুন কিছু শিখার সুযোগ আছে।
৭. শেষাংশ নিয়ে কাজ করুন বেশী। কিন্তু তা বাস্তববাদী হতে হবে।
আর মাথায় কিছু আসছে না। আসলে এর উত্তর আপডেট করে দিব। ধন্যবাদ প্রশ্নটি করার জন্য।