আমরা বর্তমানে যে লেখালেখি করি এই বর্ন কালের বিবর্তনে আজকের এই জায়াগয় এসেছে।বাংলা বর্ন ই বঙ্গলিপি নামে পরিচিত।এই কোথায় থেকে এসেছে নিম্ন তা আলোচনা করা হলঃ-
বাংলা লিপির উদ্ভব ঘটেছে উত্তর ভারতীয় ব্রাহ্মী থেকে। উত্তরভারতীয় ব্রাহ্মী কালক্রমে বিবর্তনের মাধ্যমে স্পষ্ট দু’টি ধারায় বিভক্ত হয়ে পড়ে - একটি পশ্চিমীধারা
অপরটি পূর্বীধারা। এ পূর্বীধারা থেকেই বাংলা লিপির উদ্ভব হয়েছে। বাংলায় ব্রাহ্মীতে উৎকীর্ণ প্রধানত দু’টি নিদর্শন পাওয়া গিয়েছে-একটি মহাস্থান লিপি, অপরটি নোয়াখালী জেলায় প্রাপ্ত শিলুয়া মূর্তিলেখ। মূর্তিলেখটি
অত্যন্ত ক্ষয়ধরা এবং পাঠোদ্ধারের অনুপযোগী।এছাড়াও বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষিত এবং মহাস্থানে প্রাপ্ত কয়েকটি পোড়ামাটির ফলক ও সীলে এবং পশ্চিমবঙ্গের বেড়াচাঁপা ও চন্দ্রকেতুগড়ে প্রাপ্ত কয়েকটি পোড়ামাটির সীল ও মৃৎপাত্রের ভগ্নাংশে উৎকীর্ণ ব্রাহ্মীলিপি পাওয়া গিয়েছে। তবে মহাস্থান লিপিটি
বাংলায় প্রাপ্ত ব্রাহ্মীর প্রাচীনতম নিদর্শন। সম্ভবত মৌর্যযুগেরশেষদিকে এ অঞ্চলে ব্রাহ্মী লিপির প্রচলন ঘটেছিল। সেজন্যকেউ কেউ এসব লিপিকে মৌর্যোত্তর ব্রাহ্মী বলে অভিহিত করেছেন।