মরক্কোর পর্যটক ইবনে বতুতা ১৩৪৬ খ্রিস্টাব্দে বাংলায় সফর করেন। ইবনে বতুতা ১৩০৪ সালে জন্মগ্রহন করে। তাঁর পুরো নাম শেখ আবু আবদুল্লাহ মুহম্মদ। তিনি সর্বপ্রথম বাংলাদেশের চট্টগ্রামে আসেন এবং সেখান থেকে কামরুপ পর্বত এর দিকে রওনা হন। ইবনে বতুতা তাঁর ভ্রমণবৃত্তান্তে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান ও নদীর ভৌগোলিক বিবরণ দিয়েছেন। স্থানগুলো হলো সাদকাঁও(চট্টগ্রাম), কামারু, হবঙ্ক ও সুনুরকাঁও এবং নদী গঙ্গা, যুন ও আন-নহর উল-আয্রাক। সাদকাঁওকে তিনি বলেছেন বিশাল সমুদ্র উপকূলবর্তী বাঙ্গালাহ এক বৃহৎ শহর। এর নিকটেই গঙ্গা ও যুন নদী মিলিত হয়ে সমুদ্রে পতিত হয়েছে। কামারুকে (কামরূপের অসম্পূর্ণ প্রকাশ) বর্ণনা করা হয়েছে চীন থেকে তিববত পর্যন্ত বিস্তৃত বিশাল পার্বত্য অঞ্চলরূপে। ইবনে বতুতা কামারু নামীয় যে স্থানটি পরিদর্শন করেন সম্ভবত তা ছিল খাসিয়া, জৈন্তিয়া ও ত্রিপুরা পাহাড় বেষ্টিত আসামের অন্তর্গত শ্রীহট্ট। তিনি সালে মৃত্যুবরন করেন।