ভালো ভাবে বলতে গেলে সমাজ বিজ্ঞান হল সমাজের গবেষণা এবং বিভিন্ন পদ্ধতির মাধ্যমে মানুষের আচার আচরন সর্ম্পকে জানা যা আমাদের চারপাশের বিশ্বকে প্রভাবিত করে। অর্থাৎ সামাজিক সর্ম্পকের বিজ্ঞান হল সমাজবিজ্ঞান। সমাজ বিজ্ঞান এর প্রধান আলচ্য বিষয় হল “সমাজ”। মানুষ যখন দলবদ্ধ হয়ে বাস শুরু করে তখন থেকেই সমাজের সৃষ্টি। অনেক সময় আমরা সমাজিকবিজ্ঞান ও সমাজবিজ্ঞান এই দুই বিষয় গুলিয়ে ফেলি। তবে বিশেষক্ষেত্রে সামাজিক বিজ্ঞান বলতে শুধুমাত্র সমাজবিজ্ঞানকেই বোঝান হয়।
সামাজিক বিজ্ঞান বাইরের বিশ্ব সম্পর্কে অজানা অভিজ্ঞতা তথ্য জানাতে পারে যার মাধ্যমে আমাদের নিজস্ব সমাজ কিভাবে কাজ করে তা ব্যাখ্যা করতে সহায়তা করতে পারে। সামাজিক বিজ্ঞান (যেমন অর্থনীতি বা রাজনৈতিক বিজ্ঞান) একটি নির্দিষ্ট পর্যায়ে বা মানব সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে।