ফারসি শব্দগুলো হল - ফরিয়াদি, সালিশ, মুনশী, নালিশ, বেগম, বাদশাহ, জমিদার, আসামী, জরিমানা, খাজনা, আফসোস, আলু, আমদানী, রপ্তানী, বাগান, বস্তা, মরিচ, সবজি, পশম, পাইকারী, বিক্রেতা, চশমা, চশমখোর, কারসাজি, বদমাস, জানোয়ার, আস্তানা ইত্যাদি।
ফারসি শব্দ মনে রাখার একটি দারুন কৌশল নিচে দেওয়া হল - “ফরিয়াদি সালিশের জন্য মুনশীর জন্য কাছে নালিশ করতে গেলে বেগম বাদশাহ, জমিদার আসামীকে জরিমানা ও খাজনা দিতে বলল। আফসোস, আলুর আমদানী রপ্তানী কম হওয়ায় বাগান থেকে বস্তা ভরে মরিচ, সবজি, পশম নিয়ে পাইকারী বিক্রেতা চশমা পরা চশমখোরের কারসাজিতে বদমাস জানোয়ার সুজমিয়ার আস্তানাতে নিয়ে গেল।”