আপনার প্রশ্নের উত্তর নিচে দেওয়া হল ঃ
বাংলাদেশ এর সর্ব প্রথম কৃষি বিশ্ব বিদ্যালয় এর নাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।এটি ময়মনসিং জেলায় অবস্থিত । এ বিশ্ব বিদ্যালয় বাংলাদেশের কৃষি গবেষণায় সর্বোচ্চ বিদ্যাপীঠ।
এ বিশ্ব বিদ্যালয় ১৯৬১ সালে দুটি অনুষদ নিয়ে কার্যক্রম শুরু করে। বর্তমানে এর অনুষদ সংখা ৬ টী ।
ময়মনসিং শহর থেকে ৪ কিমি দক্ষিনে পুরাতন ব্রম্মপুত্র নদের পশ্চিম প্রান্তে অবস্থিত এবং রাজধানী ঢাকা থেকে ১২০০ কিমি উত্তরে অবস্থিত ।
১২০০ একর জায়গা নিয়ে গরে উঠেছে বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয়। বিশ্ব বিদ্যালয় এর মূল প্রশাসনিক ভবন সহ অনুসদ ভবন,ছাত্র শিক্ষক কেন্দ্র , সম্প্রসারিত ভবন , ২০০০ আসনের আধুনিক মিলনায়তন , জিমনেসিয়াম , স্টেদিয়াম , জিটিআই ভবন এবং শিক্ষার্থীদের আবাসনের জন্য ১৩টি হল আছে। যার মাঝে ৪টি হল ছাত্রীদের জন্য। এছাড়াও রয়েছে ড. ওয়াজেদ মিয়া ডরমিটরী।