আপনার প্রশ্নের উত্তর নিচে দেওয়া হল ঃ
বাংলার প্রথম নবাব ছিল মুর্শিদকুলি জাফর খান । তিনিই মুঘল সম্রাট আওরঙ্গজেব মৃত্যু পরবর্তী প্রথম স্বাধীন নবাব।
মুর্শিদকুলি খা ১৬৬৫ সালে জন্মগ্রহন করেন ।
তার পরিবার সম্পর্কে কয়েক প্রকার মতভেদ রয়েছে। প্রথম সংস্করণমতে মুর্শিদ কুলি খানকে, হাজি শফি ইসফাহানি নামে ইরানের একজন উচ্চপদস্থ মুঘল কর্মকর্তা ক্রীতদাস হিসেবে ক্রয় করেন। ইসফাহানিই তাকে শিক্ষিত করে তুলেন। ভারতে ফেরার পর তিনি মুঘল সাম্রাজ্যে যোগদান করেন। ১৭১৭ সালে সম্রাট আওরঙ্গজেব তাকে কার্তালাব খান নামে ইসলাম ধর্মে স্থানান্তরিত করেন ও বাংলার গভর্নর নিযুক্ত করেন। অপর সংস্করনমতে তিনি ছিলেন, মারাঠা জেনারেল মুহাম্মদ কূলি খানের নাতি। কিন্তু সবচেয়ে জনপ্রিয় হলো মুর্শিদ কুলি খান দরিদ্র ব্রাহমীয় পরিবারে জন্মগ্রহন করেন।
তিনি ১৭২৭ সালে মৃত্যুবরণ করেন । তিনি ১৭১৭ - ১৭২৭ সাল পর্যন্ত বাংলার নবাব ছিলেন।