বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি ২৬ জুন ১৮৩৮(১৩ই আষাঢ় ১২৪৫) সালে ভারতের উত্তর চব্বিশ পরগণা জেলার কঠাল পাড়া গ্রামে জন্মগ্রহন করে। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তাঁর অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্য ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তার পিতার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায়ের এবং মাতার নাম দুর্গাসুন্দরী।বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার পিতামাতার তৃতীয় সন্তান। জন্মের পর ছয় বছর বঙ্কিমচন্দ্র কাঁটালপাড়াতেই অতিবাহিত করেন।বঙ্কিমচন্দ্রের প্রথম বিয়ে হয় ১৮৪৯ সালে। প্রথম ইস্ত্রির মৃত্যুর পরবর্তীতে ১৯৮০ সালের জুন মাসে মাসে হালি শহরের বিখ্যাত চৌধুরী বংশের কন্যা রাজলক্ষী দেবীর সঙ্গে তাঁর বিয়ে হয়। তার সাহিত্য কর্ম ঃ
উপন্যাস
দুর্গেশনন্দিনী
কপালকুণ্ডলা
মৃণালিনী
বিষবৃক্ষ
ইন্দিরা
যুগলাঙ্গুরীয়
চন্দ্রশেখর
রাধারানী
রজনী
কৃষ্ণকান্তের উইল
রাজসিংহ
আনন্দমঠ
দেবী চৌধুরানী
সীতারাম
উপকথা
(ইন্দিরা,যুগলাঙ্গুরীয় ও রাধারানী ত্রয়ী সংগ্রহ)
Rajmohan's Wife (ইংরেজি উপন্যাস)
প্রবন্ধ গ্রন্থ
কমলাকান্তের দপ্তর
লোকরহস্য
কৃষ্ণ চরিত্র
বিজ্ঞানরহস্য
বিবিধ সমালোচনা
প্রবন্ধ-পুস্তক
সাম্য
কৃষ্ণ চরিত্র
বিবিধ প্রবন্ধ
মুচিরাম গুড়ের জীবনচরিত (ব্যাঙ্গ)
বিবিধ
ললিতা (পুরাকালিক গল্প)
ধর্ম্মতত্ত্ব
সহজ রচনা শিক্ষা
শ্রীমদ্ভগবদগীতা
কবিতাপুস্তক
(কিছু কবিতা, এবং ললিতা ও মানস)
সম্পাদিত গ্রন্থাবলী
দীনবন্ধু মিত্রের জীবনী
বাঙ্গলা সাহিত্যে প্যারীচাঁদ মিত্রের স্থান
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী
১৮৯৪ সালের ৮ই এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।