আপনার প্রশ্নের উত্তর নিচে দেওয়া হল ঃ
যে প্রযুক্তির মাধ্যমে তথ্য সংরক্ষণ , সমন্বয় , বিশ্লেষণ ও আদান প্রদান করা হয় তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে ।
কম্পিউটার এবং টেলিযোগাযোগ বাবস্থার মাধ্যমে যাবতীয় তথ্য সংগ্রহ, একত্রীকরণ , সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বিনিময় বা পরিবেশনের বাবস্থাকে তথ্য প্রযুক্তি বলা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দ্বারা আমরা আমদের জীবনকে আরও উন্নত ও দ্রুততর করতে সক্ষম হয়েছি । প্রযুক্তি হচ্ছে বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারের প্রয়োগ । তথ্য ও যোগাযোগ প্রজুক্তিকে (ICT) অর্থাৎ Information and commuinication technology বলা হয়।