বিকাশে পেমেন্ট করা খুবই সহজ ।প্রথমে আপনার বিকাশ একাউন্ট করে নিন ।এরপর আপনি যা নাম্বার দিয়ে একাউন্ট করেছেন ওই নাম্বার থেকে *২৪৭# ডায়াল করে বিকাশ মেন্যুতে যান,এরপর পেমেন্ট সিলেক্ট করুন।আপনি যাকে বিকাশ(পেমেন্ট) করতে চান (মার্চেন্ট) পেমেন্ট তার মার্চেন্ট বিকাশ একাউন্ট নম্বর দিন এবং কত টাকা পাঠাবেন তার পরিমাণ লিখুন।এরপর আপনি কি পেমেন্ট করছেন(তথ্যসূত্র) তা লিখুন যেমন: বিল,বিক্রেতার কাছ থেকে কাউন্টার নাম্বার নিন এবং তা প্রয়োজনীয় স্থানে লিখুন।কি পেমেন্ট করেছেন(তথ্যসূত্র) এবং কাউন্টার নাম্বার না থাকলে ঐ স্থানে ০ লিখুন। আপনার বিকাশ পিন নাম্বার দিন ।
আপনার পেমেন্ট যথাযথভাবে করে থাকলে বিকাশ থেকে একটি কনফার্মেশন মেসেজ পাবেন।