আপনার প্রশ্নের উত্তর নিচে দেওয়া হলঃ
উড়ুক্কু মাছ (ফ্লাইং ফিস) আকাশে উড়তে পারে। পৃথীবিতে প্রায় ৬৪ টি প্রজাতির উড়ুক্কু মাছ রয়েছে। বাংলাদেশেও এর তিনটি প্রজাতি রয়েছে। এদের উড়ার রহস্য হলো এই মাছের বক্ষ-পাখনা থাকে অনেক বড় যা ডানা বা পাখার মত কাজ করে পানির উপরে উড়ে বা লাফিয়ে লাফিয়ে চলতে সাহায্য করে । এরা সামুদ্রিক মাছ , এদের সমুদ্রে / সাগরে পাওয়া যায় ।উড়ুক্কু মাছ পানির উপড়ে বাতাসে প্রায় ৪৫ সেকেন্ড উড়তে পারে । এদের গতি ঘণ্টায় প্রায় ৬০ কি মি । এদের দৈর্ঘ্য ১০ থেকে ৩০ সেমি অবধি হতে পারে। এ রা মূলত শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই বাতাসে উড়াল দিয়ে থাকে । উড়ুক্কু মাছ খেতে সুস্বাদু। বাণিজ্যিকভাবে জাপান, ভিয়েতনাম, বার্বাডোস ও ভারতে এ মাছ প্রচুর ধরা হয়। বিপুল পরিমাণ উড়ুক্কু মাছের কারণে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র বার্বাডোসের নামই ছিল 'উড়ুক্কু মাছের ভূমি'। এই উড়ুক্কু মাছ সে দেশের জাতীয় মাছও বটে।