কিছু একটা করলে প্রশ্ন উঠবেই। কিছু না করলে তো প্রশ্নই আসে না। তবে নতুন কিছু করলে নতুনভবে প্রশ্নের সম্মুখীন হতে হবে, এটা চিরায়ত।
আমার ব্যক্তিগত ভাবনায়- আমাদের সার্বিক অর্থনৈতিক, সামাজিক অবস্থা বিবেচনায় অনেক কিছুই করা/পদক্ষেপ নেয়া ঠিক হয়নি। কিন্তু মানবিক বিবেচনায় আমরা রোহিঙ্গাদের আসতে দিয়েছি। তাই বলে আমরা বৌদ্ধদের আসতে দিতে পারি না। বৌদ্ধদের আসতে না দেয়ার ব্যপারে আমাদের অবশ্যই আরো কঠোর হতে হবে।
আমাদের দেশে এমনিতেই জনাধিক্য সমস্যা। তার উপর রোহিঙ্গারা। এখন আবার বৌদ্ধদের আগমন ঘটছে। সবমিলে বিষয়টি দেশের একটি অন্যতম সমস্যা হয়ে দাড়িয়েছে। ভবিষ্যতে আমদের জন্য কি সমস্যা অপেক্ষা করছে তা একটু চিন্তা করলে সবার বোধগম্য হবে ।
সুতরাং কিছু প্রশ্ন আসলেও আমদের নিজের অস্তিত্বের জন্য, ভবিষ্যৎ প্র্রজন্মের নিরাপত্তা, শান্তির জন্য হলেও এ ব্যপারে দূরদর্শিতার পরিচয় উচিৎ।
ধন্যবাদ।