“দি মুসলমান” পত্রিকাটি ভারতের অন্যতম সবচেয়ে প্রাচীন সচল সংবাদপত্র হিসেবে সুপরিচিত। তবে এই পত্রিকার আরেকটি বৈশিষ্ট্য হল, আধুনিকতার এই যুগেও বিশ্বের একমাত্র হাতে লেখা পত্রিকা। পত্রিকাটির বর্তমান বয়স প্রায় ৯১ বছর। ১৯২৭ সালে সৈয়দ আজমতুল্লাহর হাত ধরে এটি প্রতিষ্ঠালাভ করে। সেই থেকে আজ অবধি চলছে এর পথ চলা।
বর্তমানে পত্রিকাটির সম্পাদক সাইয়েদ আরিফুল্লাহ, যিনি তার দাদার তৈরি করা সংবাদপত্র আজও চালিয়ে নিয়ে যাচ্ছেন। বর্তঅমানে মাত্র চার পৃষ্ঠায় প্রকাশিত হলেও পত্রিকার বর্তমান পাঠক সংখ্যা প্রায় ২২,০০০ এর বেশী।