বাঘা মসজিদ একটি ঐতিহাসিক মসজিদ হিসেবে সুপরিচিত। রাজশাহী জেলার মূল শহর থেকে প্রায় ৪১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বাঘা উপজেলায় অবস্থিত মসজিদটি। ১৫২৩ খ্রিষ্টাব্দে সুলতান নাসিরউদ্দিন নসরাত শাহ এই মসজিদটি প্রতিষ্ঠা করেন।
মসজিদটিতে প্রায় সর্বমোট ১০টি গম্বুজ এবং ৪টি মিনার রয়েছে। মসজিদের অভ্যন্তরে প্রবেশের জন্য ৫টি প্রবেশদ্বার রয়েছে। মসজিদের ভিতরে-বাইরে সবখানেই টেরাকোটার নকশা প্রতিলিপি দেখা যায়। মসজিদের পাশে অবস্থিত বিশাল দিঘী যা একটি দর্শনীয় স্থান হিসেবে পর্যটকদের কাছে সমাদৃত। এছাড়া বাঘা মসজিদের পাশেই রয়েছে একটি মাজার শরীফ। মূল দরজার ওপর একটি ফার্সি ভাষায় লেখা একটি শিলালিপি সকলের নজর কাড়ে।প্রায় ৫০০ বছরের ঐতিহ্য ধরে এই মসজিদের প্রাংনে মেলা বসে। প্রতিবছর ঈদুল ফিতরের দিন থেকে তিনদিন পর্যন্ত আয়োজিত হয় 'বাঘার মেলা'র।