মানুষের গড় আয়ু মূলত কোন ভৌগলিক সীমানায় কোন নির্দিষ্ট সময়ের মধ্যে মৃত মানুষদের বয়সের গড়। এক্ষেত্রে ভৌগলিক সীমানা হিসেবে একেক অঞ্চলে বা একেক দেশে গড় আয়ু কম বেশি হতে পারে।
বিশ্ব সংস্থা'র ২০১৩ সালে করা জরিপ মত বাংলাদেশের মানুষের সামগ্রিক গড় আয়ু ৭০ বছর। যেখানে পুরুষের আয়ু ৬৯ এবং নারীদের আয়ু ৭১ বছর।
পৃথিবীতে সামগ্রিক গড় আয়ুর হিসেবে শীর্ষে যে পাঁচটি দেশ রয়েছে তারা হলো, জাপান ৮৪ বছর, অ্যান্ডোরা ৮৩ বছর, অস্ট্রেলিয়া ৮৩ বছর, সুইজারল্যান্ড ৮৩ বছর এবং ইতালি ৮৩ বছর।
আরো কিছু ফ্যাক্টসঃ
-
নেদারল্যান্ডসে সম্প্রতি একদল মানুষের আয়ুর উপর গবেষণা করেন। তাদের প্রাপ্ত ফলাফলের উপর জোর দিয়ে তারা বলেন যে, তারা মানুষের সর্বোচ্চ আয়ু কত হতে পারে তা জানতে পেরেছেন। এবং তা হল, একজন নারীর সর্বোচ্চ আয়ু হতে পারে ১১৫.৭ বছর। পুরুষের ক্ষেত্রে তা সামান্য কম, ১১৪.১ বছর।
-
আমেরিকাতেও একদল গবেষক বয়সের উপর গবেষণা করেছিলেন অনেক আগে এবং তারাও বলছেন যে মানুষের
সর্বোচ্চ আয়ু হতে পারে ১১৫ বছর।
সূত্রঃ উইকিপিডিয়া, যুগান্তর