সুফিয়া কামাল আমাদের বাংলাদেশের একজন প্খ্যাতনামা কবি, লেখিকা, নারীবাদী ব্যাক্তি ছিলেন। তাকে আধুনিক বাংলাদেশের নারী প্রগতি আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয়। তিনি ১৯১১ সালের ২০ জুন বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি বহু কাব্যগ্রন্থ এবং গল্পগ্রন্থ রচনা করেছেন। তার রচিত কাব্যগ্রন্থ গুলো হল-
সাঁঝের মায়া (১৯৩৮)
প্রশস্তি ও প্রার্থনা (১৯৫৮)
মায়া কাজল (১৯৫১)
দিওয়ান (১৯৬৬)
মন ও জীবন (১৯৫৭)
অভিযাত্রিক (১৯৬৯)
মৃত্তিকার ঘ্রাণ (১৯৭০)
মোর জাদুদের সমাধি পরে (১৯৭২)
উদাত্ত পৃথিবী (১৯৬৪)
১৯৭১ সালের মার্চে অসহযোগ আন্দোলনে নারীদের মিছিলে নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধে ভূমিকা রাখার জন্য ১৯৯৭ সালে স্বাধীনতা দিবস পদকে ভূষিত হন তিনি।
১৯৯৯ সালের ২০ নভেম্বর এই মহান কবি মৃত্যুবরণ করেন। তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। একজন বাংলাদেশী নারী হিসেবে, তিনিই সর্বপ্রথম এই সম্মান লাভ করেন।