নিচে কয়েকটি পদ্ধতির উল্লেখ করবো। এগুলোর যেকোন একটিতে হেঁচকি ভালো হয়ে যাবে বলেন বিশেষজ্ঞরা।
হেঁচকি যেভাবে দূর করবেনঃ
১। হেঁচকি এলেই সাথে সাথে পানি পান করতে পারেন।
২। এক চামচ মধু খেতে পারেন এক গ্লাস পানিতে মিশিয়ে।
৩। কাগজের ব্যাগে শ্বাস নেয়া ও ছাড়া
৪। পানির গ্লাস না ধরেই পান করলে
৫। মিষ্টি জাতীয় খাবার খেতে পারেন
এখানে গেল তো পাঁচটি অদ্ভুত সমাধানের কথা। এমনই সমাধান গুলার ব্যাখ্যা সহ দেখে নিন বাংলাহাব ব্লগের এই দারুণ প্রতিবেদনটি থেকে।
হেঁচকি দূর করার ১০টি উপায়।