ব্লগকে সবার কাছে দৃষ্টিনন্দন করে তুলতে হলে আমারা অনেক কিছুই করতে পারি তার মধ্যে উল্লেখযোগ্য কিছু মৌলিক বিষয় এখানে আলোচনা করছি।
১। আমরা সাধারণত ব্লগের ডিজাইন এর ক্ষেত্রে অনেকের সাথেই মিল রেখে নিজেদের ব্লগের ডিজাইন করার চেষ্টা করি। এতে করে বিভিন্নতা প্রকাশ পায়না এবং দর্শক আগ্রহ হারিয়ে ফেলেন। তাই বিরল কিন্তু সাচ্ছন্দপূর্ণ পরিচালিনাকারী ব্লগ আপনার এবং আমাদের ব্লগকে দিতে পারে একটি নতুন পরিচয়।
২। মনে রাখতে হবে, নিজের ব্লগের সদস্য বাড়াতে হলে আমাকেও অপরের ব্লগের নিয়মিত একজন সদস্য হতে হবে। আমার নিয়মিত কমেন্টস আদানপ্রদান আমাকে অপর সদস্যদের সাথে সম্পৃক্ত করবে যাতে করে তারাও আমার ব্লগ সাইটের একজন নিয়মতি সদস্যে পরিনত হবেন বলে আশা করা যায়।
৩। যাদেরকে আমরা তথ্য স্বীকারি বা Information Hunter বলে থাকি তাদের জন্য হলেও আপনাকে সপ্তাহে কম করে ৩-৫ টি করে তাজা তথ্যের সমাহার উপহার দিতে হবে। যেহেতু তথ্য স্বীকারিগণ সকল বিখ্যাত ব্লগারদের সাইটগুলো ঘুড়ে থাকেন তাই তাঁরা খুব সহজেই আপনার বা আমার চুরি ধরতে সক্ষম তাই আমাদের হাতের তর-তাজা কনটেন্টই একমাত্র তাদেরকে আমাদের সাইটে সাক্রিয় রাখতে পারে।
৪। আমাদের বেস্ট ব্লগার এর উপাধি পেতে হলে একটু দয়ালুও হতে হবে। নিজের ব্লগের সদস্যদরে হাতে ধরে আপনাকে অন্যান্য স্বনামধন্য ব্লগারদের লিংকে নিয়ে যেতে হবে অর্থাৎ আপনার কন্টেন্ট এর নিচে অন্যান্য প্রয়োজনীয় ব্লগের লিংক সহজপ্রাপ্য হলে সদস্যদরে কষ্ট লাঘব হবে এবং তারা সহজেই আপনার ব্লগের ইউ.আর.এল- টি নিজের বুকমার্কে স্থান করে দেবেন।
মৌরী আহমেদ