রেসলিং হল একটি খেলা যেখানে দুইজন মানুষ যদ্ধে লিপ্ত হয় নির্দিষ্ট নিয়মের মধ্যে।
রেসলিং এর বিভিন্ন নিয়ম বা পদ্ধতি রয়েছে যেগুলো আন্তজার্তিক ভাবে স্বিকৃত যেমন -
১. Greco-Roman রেসলিং
২. Freestyle রেসলিং
৩. Amateur pankration
৪. Beach রেসলিং
৫. Oil রেসলিং
৬. Collegiate রেসলিং
৭. Sambo
৮. Professional রেসলিং
৯. Mixed martial arts
রেসলিং (কুস্তির) খেলা প্রায় ১৫০০০ হাজার বছর ধরে চলছে এবং 1896 সালে এথেন্সে অনুষ্ঠিত হয় প্রথম আধুনিক অলিম্পিক গেমস। সেখানে গ্রীক-রোমীয় কুস্তিগীররা প্রতিযোগিতা শুরু করে। এই গেমসের ফ্রিস্টাইল সংস্করণটি 1904 সালে অনুমোদিত হয় এবং মহিলা কুস্তিগীরগণ প্রথম অলিম্পিকে অংশ নেয় 2004 সালে।
১৯৬০-এর দশকের মাঝামাঝি সময়ে যুক্তরাজ্যে প্রফেশনাল রেসলিং (কুস্তির) খেলা শুরু হয় এটি একটি বিশাল জনগোষ্ঠী যারা ইউকে এবং ইউরোপে ছড়িয়ে আছে তাদের আকৃষ্ট করে।
পরবর্তীতে এটি আমেরিকাতে আরো জনপ্রিয় হয়। আমিরিকাতে WWE খুবই জনপ্রিয় এখন সারাবিশ্বেও এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে । যদিও এখানে যে খেলাগুলো দেখানো হয় তা প্রায় সবগুলোই পাতানো অথবা অভিনিত খেলা। তাবে যে যুদ্ধ হয় তা সত্যি। ধন্যবাদ