ইন্টারনেট একটি বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থা যা বিভিন্ন ধরনের তথ্য ও যোগাযোগের সুবিধা প্রদান করে। এর জন্য ইন্টারনেট ডেডিকেটেড রাউটার এবং সার্ভারের সাহায্য নিয়ে থাকে। যখন দুটি কম্পিউটা একত্রে ইন্টারনেটের সাথে যুক্ত থাকে তখন তারা লেখা, গ্রাফিক্স, ভয়েস, ভিডিও এবং কম্পিউটার প্রোগ্রামগুলির মতো সব ধরনের তথ্য পাঠাতে ও গ্রহণ করতে পারে।
পৃথিবীর কেউ ইন্টারনেটের মালিক নন, যদিও বিশ্বব্যাপী বেশ কিছু সংগঠন ইন্টারনেটের কার্যকারিতা এবং উন্নয়নে সহযোগিতা করছে।
১৯৬০ সালে “Advanced Research Projects Agency's Wide Area Network” এর মাধ্যমে আমেরিকাতে ইন্টারনেটের যাত্রা শুরু হয়। প্রথমে এটি সামরিক সহযোগিতার জন্য ব্যবহার করা হয়।
পরে বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য মার্কিন প্রতিষ্ঠান এটির সাথে সংযুক্ত হয়। এর অতিরিক্ত সফলতা এবং জনপ্রিয়তার কারনে পরবর্তীতে এটির নাম করন করা হয় ইন্টারনেট। তারপর হাইপারটেক্সট ভিত্তিক প্রযুক্তি (World Wide web, WWW, বা শুধু ওয়েব) এর উন্নয়ন শুরু হয়। যার মাধ্যমে লেখা, গ্রাফিক্স এবং অ্যানিমেশন প্রদর্শনের সুযোগ তৈরী হয়। এরপর সার্চ ও ন্যাভিগেশন টুল ব্যবাহৃত হয়। যার মাধ্যমে আজ বিশ্বব্যাপী ইন্টারনেটের বিস্ফোরণ ঘোটছে।