আপনি যদি প্রফেশনাল কোয়ালিটিতে ভিডিও টিউটোরিয়াল বানাতে সেক্ষেত্রে আপনাকে এডওবিই আফটার ইফেক্টস (Adobe After Effects) ব্যবহার করতে হবে। এর জন্য আপনাকে ভিডিও টিউটোরিয়াল ক্যামেরা দিয়ে স্যুট করতে হতে পারে। তাছাড়া বিভিন্ন সংখ্যা, ফ্যাক্ট আপনি এডওবিই আফটার ইফেক্টসে এনিম্যাট করতে পারেন। পরবর্তিতে ভিডিও আরো ইডিটিং এর জন্য এডওবিই এর প্রিমিয়াম প্রো (Adobe Premium Pro) ব্যবহার করা লাগবে।
যদি স্লাইড অথবা স্ক্রিনশট নিয়ে বানাতে চান সেক্ষেত্রে নিচের সফটওয়্যার গুলো ব্যবহার করতে পারেন।
১. মাইক্রোসফট অফিস এর পাওয়ার পয়েন্ট (Power Point) দিয়ে এখন ভিডিও বানানো যায়। আপনারা ট্রাই করে দেখতে পারেন।
২. মাইক্রোসফট এর মুভি মেকার (
Movie Maker) নামে একটি সফটওয়্যার রয়েছে। যেটি দিয়ে স্লাইড সহ ভিডিও তৈরী করা যায়।
৩. ভালোমানের স্ক্রিন ক্যাপচার সফটওয়্যার এর মধ্যে কামটাশিয়া (
Camtasia) অনেক ভালো। এর মাধ্যমে আপনি ভিডিও স্ক্রিন ইডিটিং করতে পারবেন। টিউটোরিয়াল বানানোর জন্য অনেকে এই সফটওয়্যার ব্যবহার করেন।
ধন্যবাদ