বাংলাদেশের রাজধানী ঢাকা। আর এই ঢাকার নামকরন নিয়ে অনেক মতভেদ রয়েছে। ঢাকা নামের উৎপত্তি সম্পর্কে স্পষ্ট করে তেমন কিছু জানা যায়নি। তবে ঢাকার নামকরণের ক্ষেত্রে অনেক গুলো মতবাদ আছে।যেমন ঃ- ১/ একসময় এ অঞ্চলে প্রচুর ঢাক গাছ ছিল সেখান থেকে ঢাকা হয়েছে । ২/ রাজধানী উদ্বোধনের দিনে ইসলাম খানের নির্দেশে এখানে ঢাক বাজানো হয়েছিল সেখান থেকে ঢাকা হয়েছে। ৩/ রাজতরঙ্গিণী-তে ঢাক্কা শব্দটি ‘পর্যবেক্ষণ কেন্দ্র’ হিসেবে উল্লেখিত হয়েছে অথবা এলাহাবাদ শিলালিপিতে উল্লেখিত সমুদ্রগুপ্তের পূর্বাঞ্চলীয় রাজ্য ডবাকই হলো ঢাকা। ঢাকার নাম করন নিয়ে এমন কিছু মতবাদ আছে ।