বাংলা ভাষা বাঙ্গালীদের মনের ভাব প্রকাশ করার মাধ্যম। বর্তমানে এই ভাষায় কথা বলে প্রায় ২৬কোটি মানুষ। শুধুমাত্র আমাদের এই বাংলাদেশেই না পশ্চিমবং, ত্রিপুড়া আসাম,ঊড়িষ্যা এসব দেশেও হাজার হাজার মানুষ বাংলা ভাষাতে কথা বলছে অবিরত। এই ভাষার আদি উৎস নিয়ে ভাষা বিজ্ঞানীরা এখনো গবেষনা করে যাচ্ছেন, তবে অনেকের মতে ইন্দো-ইউরোপিয় হল এই ভাষার আদি স্থান। চর্যাপদ এই ভাষার অন্যতম আদি নির্দশন হিসেবে সমাদৃত। প্রখ্যাত ভাষাবিদ ডঃ মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদ রচিত হয়েছে ৬৫০খ্রীঃ তে যখন ছিল বাংলা সাহিত্যের প্রারম্বিককাল। এরপর ধীরে ধীরে অনেক বিবর্তন পরিবর্ধনের মধ্য দিয়ে বর্তমানের এই অবস্থায় এসেছে বাংলা ভাষা।