ব্লগিং মুলত লেখালেখি করার জন্য একটা প্ল্যাটফর্ম। এর মাধ্যমে আপনার জ্ঞান টা আপনি মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারবেন অনলাইন এর মাধ্যমে। ব্লগিং আপনি বাংলায় অথবা অন্য যেকোন ভাসায় লিখতে পারবেন। ব্লগিং আপনি কেন করবেন?
ধরেন আপনি ক্রিকেট খেলা খুব পছন্দ করেন। বাংলাদেশ এর প্রেক্ষাপটে যেটা খুব ই স্বাভাবিক। এখন আপনি চাচ্ছেন নিয়মিত ক্রিকেট খেলার উপর ফিচার লিখতে। সেক্ষেত্রে ব্লগিং হতে পারে আপনার জন্য আদর্শ জায়গা। আর ব্লগিং থেকে আপনি একটা আরনিং এর ব্যবস্থাও করতে পারবেন কারণ এখন বাংলা ভাষা কে ও কিছুদিন আগে গুগল এডসেন্স এর আওতায় নিয়ে আসে, ফলে বাংলাদেশি মানুষ যারা আগে থেকেই ব্লগিং এর সাথে যুক্ত ছিল তাদের আরনিং করার আরেকটি মাধ্যম উন্মোচিত হয়েছে। যদিও ফেসবুক থেকেও আরনিং করা যায় কিন্তু ফেসবুক থেকে ব্লগিং করে আরনিং এর সুযোগ টা অনেক বেশি এবং পরিমানেও অনেক।