Windows 10 এর Windows defender security মোটামুটি বেশ কার্যকর। এটি মাইক্রোসফটের নিজস্ব এনটি ভাইরাস সফটওয়্যার। প্রায় সব ধরনের সিকিউরিটি থ্রেট থেকে এটি আপনাকে রক্ষা করতে পারবে। বাজারের অন্যান্য Anti Virus এর চেয়ে এটি কোন অংশে কম নয়। তবে ম্যালওয়্যার, স্পাইওয়্যার ও ব্রাউজার ইনজেকশন অ্যাটাক হলে এটি তেমন কার্যকর না। সেক্ষেত্রে ম্যালওয়ার প্রটেক্ট করতে পারে এমন সিকিউরিটি সফটওয়্যার দরকার। যেমন - Malware bytes। তবে ফ্রিতে windows defender security অনেক ভালো মানের সার্ভিস। তবে এটি তখনই কাজ করবে যখন আপনি এর ডাটাবেজ ইন্টারনেটের মাধ্যমে আপডেট করবেন। ধন্যবাদ