প্রথমেই ত্বকে অপরিষ্কার হাত দিয়ে স্পর্শ করা থেকে বিরত থাকুন ।পিম্পল দূর করার জন্য অনেকেই অনেক কিছু সাজেস্ট করেন তবে সবচেয়ে ভাল হচ্ছে প্রাকৃতিক উপায়ে তা দূর করা ।নিচে আপনার সুবিধার জন্য কয়েকটি উপাধান ও ব্যবহার বলে দিচ্ছি,আপনি যদি ৩/৪ মাস টানা ব্যবহার করতে পারেন তো হয়তবা আপনার সমস্যার সমাধান হবে ।তবে সব গুলো উপাদান এ পানি ব্যবহার করতে হবে তাই ১ সপ্তাহের বেশি না রাখাই ভাল এবং ফ্রিজে রাখবেন।
১.চালের পানি : চাল ধোঁয়ার পর যে পানি থাকে তা দু দিন একটি পাত্রে সংরক্ষণ করুন ,দুদিন পর পানি একটু টক গন্ধযুক্ত হবে তবে এতে কোন সমস্যা হবে না।এবার এই পানি ফ্রিজে রাখুন এবং প্রতিদিন ব্যবহার করুন ।এতে ত্বকের দাগ দূর হয় ।(ব্যবহার : পরিষ্কার ত্বকে দিনে ১ থেকে ৩/৪ বার)
২.তিশি : তিশি খুব সহজেই পাওয়া যায় ,আপনি তিসি গরম পানিতে ১০/১৫ মিনিট সেদ্ধ করবেন তারপর জেলের মত যে ভারী তরল পাওয়া যাবে তা বোতলে সংরক্ষণ করুন এবং দিনে কয়েকবার ব্যবহার করুন ।এতে ব্রনের কারণে যে গর্ত তৈরি হয় তা দূর হবে ।(ব্যবহার : পরিষ্কার ত্বকে দিনে ১ থেকে ৩/৪ বার)
৩.ব্রনের দাগ ও গর্ত দূর করলেই তো হবে না নতুন ব্রন যাতে না হয় তার জন্য কিছু করতে হবে ,তাই না?সে জন্য তেজপাতা সেদ্ধ করা পানি ব্যবহার করতে পারেন এবং এটি ফ্রিজে রাখতে হয় না ।দীর্ঘদিন ব্যবহার করলে ব্রন কম হবে (পাশাপাশি চুলে ব্যবহার করলে চুল পড়া খুব দ্রুত বন্ধ হয়।)(ব্যবহার : পরিষ্কার ত্বকে দিনে ১ থেকে ৩/৪ বার)