মুখের ব্রণ একটি অসুবিধা । মুখের ব্রণ দূর করার উপায় নিম্নরুপ ঃ
১/ মুখে ব্রণ বা অন্য কোনও সমস্যা হলে সরিষা দারুণ কাজ করে। এতে স্যালিসাইলিক অ্যাসিড রয়েছে যা সংক্রমণকে ধ্বংস করে দেয়। তাই টেবিল চামচের এক-চতুর্থাংশ সরিষা গুড়া নিয়ে তাতে মধু মিশিয়ে নিন। মুখে এই মিশ্রণটি ভালো করে মিশিয়ে ১৫ মিনিট রেখে মুছে ফেলুন।
২/বেশি করে সবুজ চা ফুটিয়ে সেই পানি ঠান্ডা করে তা মুখে ব্রণের উপরে মাখুন। এছাড়া আপনি সবুজ চা পান করলেও অনেক উপকার পাবেন ।
৩/ত্বকের যেকোনো সংক্রমণ কমাতে টমেটো বিশেষ সাহায্য করে। টমেটো কেটে তার টুকরা বা রস বানিয়ে মুখে মাখুন। কিছুক্ষণ পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৪/ আপনার ত্বক যদি তৈলাক্ত হয় তাহলে , আপনি বরফ মুখে দিতে পারেন এবং ব্রণ এর উপর বরফ দিলে ব্রণ ফোলা কমে যাবে এবং ছোট হবে ।
আশাকরি আপনারা উপকৃত হয়েছেন ।