স্বাগতম আপনাকে, আশা করি এই উত্তর আপনার উপকার এ আসবে। কলকাতার পূর্ব নাম হচ্ছে “কলিকাতা” এবং ইংরেজিতে “Calcutta” । ১৬৯০ সালে তিনটি গ্রামকে ঘিরে এ নগরীর গোড়াপত্তন হয়। কলিকাতা (কলকাতা) নামকরণের পিছনে মজার মজার উপাখ্যান আছে। যেমন-কেউ বলেন দেব-দেবীসহ মাকালি ক্ষেত্র থেকে। কিল-কেলা (সমভূমি) এবং মাটি কাটা (নিচু ভূমি কেটে সমতলকরণ সম্পর্কিত) হতে। আবার কেউ কেউ বলেন কলিচুন (জল মিশ্রিত চুন) হতে কলিকাতা নামকরণ হয়েছে। কালক্রমে এ স্থানটি সামগ্রিকভাবে কলকাতা নামেই পরিচিতি লাভ করে।