১. আপনি আপনার সোস্যাল মিডিয়ার লাইফকে আরো গুছিয়ে নিন। অতিরিক্ত সময় ব্যয় করবেন না।
২. যখন যা শিখছেন নতুন কিছু সেগুলো পার্সোনাল নোট বা অনলাইনে নোট করে নিন।
৩. আপনি প্রতিদিন যা যা করবেন তার একটি লিস্ট করে ফেলুন।
৪. মাথা খাটাতে হয় এমন গেম খেলুন। এখন মোবাইলে অনেক গেম আছে যেগুলো মজার এবং তার মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন।
৫. বন্ধু নির্বাচনের ক্ষেত্রে যারা বুদ্ধিমান তাদেরকে ফলো করুন।
৬. প্রচুর বই পড়ার অভ্যাস গড়ে তুলুন।
৭. আপনি যা যা পড়েছেন সেগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।
৮. সবসময় বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করুন এবং তার উত্তর খোজার চেষ্টা করুন।
৯. নতুন ভাষা শেখার চেষ্টা করুন। অনলাইনে এখন অনেক এ্যাপস এবং ওয়েব সাইট আছে ভাষা শেখার।
১০. আপনি যা যা শিখছেন তা কোন একটা নির্জন সময়ে ভাবা শুরু করুন। কারন আপনার শেখা বিষয় গুলো পরবর্তিতে মাথার প্রসেসের প্রয়োজন পরে।
এই উপদেশ গুলো আমার মতামত। আমি যা অনলাইন থেকে পেয়েছি। আরো জানতে পারদর্শিদের সহযোগীতা নিন। ধন্যবাদ