01.নরাইল এটি খুলনা বিভাগের একটি জেলা।১৯৮৪ সালের ১লা মার্চ নড়াইলকে জেলায় রুপান্তরিত করা হয়।
02.প্রশাসনক এলাকা:নরাইল জেলায় তিনটি উপজেলা ও একটি থানা আছে।
-
কালিয়া
-
নরাইল সদর
-
লোহাগড়
-
নড়াগাতি
03.দেশের বীর মুক্তিযুদ্ধা নূর মোহাম্মদ শেখ নরাইলের সন্তান, দেশ সেরা তথা বিশ্বের সেরা ক্যাপ্টেন মাশরাফি বিন মুরতাজা বাড়ি ও নরাইল।
04.সাক্ষরতা:৩৫.৬৫%
05.জনসংখ্যা:প্রায় ৯ লক্ষ।
06.নদ-নদী:নবগঙ্গা,চিত্রা নদী,মধুমতি,ভৈরব নদী।
07.শিক্ষা:কলেজ ১৭টি, কারিগরি কলেজ ১টি, উচ্চ বিদ্যালয় ৯৪টি, জুনিয়র হাইস্কুল ২২টি, মাদ্রাসা ৮৫টি, মক্তব ১৬০টি, সরকারী প্রাথমিক বিদ্যালয় ২৮৭টি, বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ১৭১টি, আর্ট স্কুল ১টি, বৃত্তিমূলক স্কুল ১টি, কারিগরি স্কুল ৩টি, অন্ধদের স্কুল ১টি, কিন্ডার গার্ডেন ২টি, কমিউনিটি স্কুল ৬টি এবং স্যাটেলাইট স্কুল ১৯টি।
08.দর্শীয় স্থান:গোয়াল বাথান গ্রামের মসজিদ (১৬৫৪), কদমতলা মসজিদ, নালদীতে গাজীর দরগা, উজিরপুরে রাজা কেশব রায়ের বাড়ী, জোড় বাংলায় অষ্টাদশ শতাব্দীতে নির্মিত রাধাগোবিন্দ মন্দির। লক্ষ্মীপাশায় কালিবাড়ী, নিহিনাথতলার বড়দিয়াতে মঠ,মধুমতি নদীর উপর নির্মিত চাপাইল সেতু।আঠারো বাকি নদীর তীরবর্তী দৃশ্য।