সিগারেটের আবিস্কারক কে? এটা বলা অনেকটাই কঠিন, কারণ সিগারেট এসেছে তামাক পাতা থেকে। প্রায় ৮০০০ বছর আগে পৃথিবীতে তামাক পাওয়া যায়।
আর তামাক পাতা সর্বপ্রথম দেখেন ইউরোপিয়ানদের মধ্যে বিখ্যাত নাবিক এবং আবিষ্কারক ক্রিস্টোফার কলম্বাস।১৪৪২ সালে (সান সালভাদের) আদিবাসীরা কলম্বাসকে উপহার স্বরূপ কাঠের তৈরি যুদ্ধাস্ত্র, বন্য ফলমূল এবং শুকনো তামাক পাতা দিয়েছিলো।যদিও তখন তিনি তামাক পাতা ফেলে দিয়েছিলেন।
আর ইউরোপিয়ান হিসাবে সর্বপ্রথম ধুমপান করেন (রডরিগো ডি যেরেয) । তিনি ছিলেন স্পেনের নাগরিক। পরবর্তীতে স্পেনে ফিরে গিয়ে তিনি জনসম্মুখে ধূমপান করেন।
১৮৬৫:( ওয়াশিংটন ডিউক) নামের এক ব্যাক্তি প্রথম সিগারেট রোল করে বিক্রি করা শুরু করে।
১৮৮৩: জেমস বনস্যাক প্রথম সিগারেট রোল করার মেশিন আবিষ্কার করেন। বনস্যাক একটা সিগারেট কোম্পানী শুরু করেন যার নাম ছিলো( আমেরিকান টোবাকো) কোম্পানী।