ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার বিভিন্ন পদ্ধতি আছে।
যদি আপনি এন্ড্রয়েড মোবাইল দিয়ে ডাউনলোড করতে চান, তাহলে আপনার জন্য একটা এন্ড্রয়েড অ্যাপ নাম "Tubemate" উপযোগী। এইটা আবার প্লে স্টোরে পাবেন না। এইটা গুগলে সার্চ করে কিংবা তাদের নিজস্ব ওয়েব সাইট থেকে নামিয়ে নিতে হবে।
ডাউনলোডের লিংকঃ
http://tubemate.net/ এই ওয়েবসাইটে গেলেই আপনি সেটা ডাউনলোড করতে পারবেন। ইন্টস্টল দেয়ার পর, সেটা ওপেন করুন। সেটা ওপেন করার পর দেখবেন যে ইউটিউব লোড হয়েছে। সার্চ অপশনে গিয়ে আপনার কাঙ্ক্ষিত ভিডিও টি সার্চ করে নিন। এরপর স্ক্রিনের ডানপাশে নিচে ডাউন অ্যারো দেখতে পাবেন। যেটা ডাউনলোড আইকন হিসেবে চিনি আমরা। সেটাতে ক্লিক করে, আপনি ভিডিও সে কোয়ালিটির ডাউনলোড করতে চান, সে কোয়ালিটির ডাউনলোড করে নিতে পারেন। চাইলে এটা দিয়ে অডিও ভার্সনও নামাতে পারবেন।
এবার, পিসি বা ওয়েব ব্রাউজার দিয়ে নামাতে চাইলে। প্রথমে আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চান সে ভিডিওটির লিংক কপি করুন। এরপর,
https://en.savefrom.net/ এই ওয়েবসাইটে গিয়ে দেখবেন সেখানে একটা বক্সে আপনি যে ভিডিও ডাউনলোড করতে চাচ্ছেন সেটার লিংক চাচ্ছে। সেই কপি করা লিংকটা পেস্ট করুন। এরপর ডাউনলোড বাটনে ক্লিক করলেই, একটা পেইজ আসবে যেখানে আপনার পছন্দ মত ভার্সনে ভিডিওটি ডাউনলোড করে নিতে পারেন।
বিশেষত, পিসির জন্য এইটার ক্রোম এক্সটেনশন রয়েছে। সেটাও ইন্সটল করে নিতে পারেন।
আর কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন।