বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট থেকে আমরা বিভিন্ন রকম সুবিধা পেতে পারি। তবে মোটামুটি তিনটি সুবিধার কথা নিয়ে নিচে লেখা হলো।
১. টিভি চ্যানেল তাদের সম্প্রচার কার্যক্রম চালু করার জন্য বাহিরের দেশের স্যাটেলাইট এর ওপরে নির্ভর করার প্রয়োজন নেই। সে ক্ষেত্রে আমরা bangabandhu-1 satellite ব্যবহার করে টিভি চ্যানেল এর সিগন্যাল পাঠাতে পারবো। এর ফলে আমাদের দেশের টাকা দেশেই থাকবে। এছাড়া এর মাধ্যমে ডিটিএইচ সার্ভিস চালু করা সম্ভব।
২. এর মাধ্যমে আমাদের ইন্টারনেট সার্ভিস এবং স্পিড আরও বেড়ে যাবে এবং বিভিন্ন দুর্গম এলাকায় অর্থাৎ, যে সব এলাকায় ইন্টারনেট সার্ভিস পৈাছান সম্ভব না সেখানে পৈাছান যাবে। প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট ও ব্যাংকিং সেবা, টেলিমেডিসিন ও দূরনিয়ন্ত্রিত শিক্ষাব্যবস্থা প্রসারেও ব্যবহার করা যাবে।
৩. বড় প্রাকৃতিক দুর্যোগের সময়ে অনেক সময় মোবাইল নেটওয়ার্ক কাজ করে না। সে ক্ষেত্রে স্যাটেলাইট মোবাইল যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে কাজ করবে এবং এর মাধ্যমে দুর্গম এলাকায় যোগাযোগব্যবস্থা সবসময় সচল থাকবে।