কাক বিভিন্ন প্রজাতির হতে পারে। সারাবিশ্বেই কাকের দেখা মেলে। ভৌগলিক এবং জলবায়ুগত কারণে বিভিন্ন দেশে এদের আকারে কিছুটা হেরফের হলেও এরা সবাই কালো এবং সুপরিচিত এদের বুদ্ধিমত্তা আর কর্কশ "কা কা" ডাকের জন্য।
আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছেঃ মধ্য এশিয়ায় কাকের উদ্ভব। এখান থেকেই এই কৃষ্ণ পাখি উত্তর আমেরিকা, আফ্রিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়া মহাদেশে ছড়িয়ে পড়েছে।এদের গোত্র কর্ভাস। এই গোত্রের মধ্যে প্রায় ৪০টি ভিন্ন প্রজাতির কাক দেখা যায়। উষ্ণমন্ডলীয় সব মহাদেশ (দক্ষিণ আমেরিকা ব্যতীত) এবং বেশ কিছু দ্বীপ অঞ্চলে কাকের বিস্তার রয়েছে।
আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছেঃ
আমাদের দেশে সাধারণত দুই ধরনের কাক বেশি দেখা যায় :
০১) দাঁড় কাক : এদের গায়ের অধিক কৃষ্ণ বর্ণের হয়। এবং এদের আকার বেশ বড়।
০২) পাতি কাক : এদের ঘাড়, গলা, পিঠ ও বুক ছাই রঙ এ আচ্ছাদিত। আর লেজ, ডানা, মাথা কুচকুচে কালো রঙের হয়। এরা আকারে দাঁড় কাকের তুলনায় বেশ ছোট হয়।
ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য।