গোসল করতে গিয়ে যদি একান্তই আবদ্ধ ঘরে হয় তার মানে দ্বিতীয় আর কেউ দেখছেনা এবং দেখবেও না নিশ্চিত। এ অবস্থায় যদি কাপড় খুলেও গোসল করে। তাহলেও গোসল হবে, কোন অসুবিধা নেই। ওযু ভঙ্গের কারণ সংগঠিত না হলে। আপনাকে তিনটি ফরজ আদায় করে গোসল করতে হবে। অর্থাৎ, প্রবিত্রতার নিয়তে গড় গড়ার সাথে কুলি করবে, নাকে পানি দেবে, প্রবিত্রতার সাথে সারা শরীর ধৌত করবে তাহলে তার গোসল হবে এবং ওযুও হয়ে যাবে। তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদবুদ্ধ করেছেন যে, আল্লাহ তায়ালা যেহেতু সবসময় দেখেন সেহেতু নিজেকে নিজেই লজ্জা করা উচিত এবং যেহেতু আল্লাহ্ দেখছেন সেহেতু আল্লাহর কাছে লজ্জিত হয়ে সম্পূর্ণ কাপড় খুলে গোসল না করাই উত্তম। ধন্যবাদ