দুবাই ভিসা ২০১৮ – দালাল থেকে দূরে থাকুন
২০১৮ তে দুবাই ভিসা দেয়া হয়। দুবাই কর্মী নিয়োগে ৬ বছরের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ১৬ই এপ্রিল ২০১৮ তে এ নিয়ে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সমঝোতা স্মারক সাক্ষর হয়। বর্তমানে ১৯ ক্যাটাগরীর শ্রমিক এবং হাউসহোল্ড ওয়ার্ক ভিসা এবং টুরিষ্ট ভিসা চালু আছে।
তবে এখানে একটা বিষয় পরিষ্কার করে জেনে রাখা দরকার যে আরব আমিরাত থেকে প্রথমে ব্যাক্তি পর্যায়ে স্বল্প পরিসরে লোক নেয়া হবে এবং ভবিষ্যতে বিভিন্ন প্রতিষ্ঠানে বৃহৎ পরিসরে কর্মী নেয়া হবে। প্রথম পর্যায়ে স্বল্প পরিসরে নারী-পুরুষ গৃহকর্মী, চিকিৎসক এবং প্রকৌশলী নেবে আরব আমিরাত সরকার। এছাড়া যারা এই মুহূর্তে কাজের ভিসায় দুবাই অথবা আরব আমিরাতের অন্য কোন শহরে আছেন তারা তাদের কাজের অনুমতিপত্র বা ইকামা করাতে পারবেন।
যে ১৯ ক্যাটাগরিতে কর্মী নেবে সংযুক্ত আরব আমিরাত সেগুলো হল:-
১. কুক
২. হাউসহোল্ড ফার্মার
৩. গার্ডেনার
৪. প্রাইভেট কোচ
৫. হাউসকিপার
৬. হাউস হোল্ড হোর্স গ্র“মার
৭. প্রাইভেট পিআরও
৮. প্রাইভেট অ্যাগ্রিকালচার
৯. হাউস হোল্ড শেফার্ড
১০. ফ্যামিলি শেফার,
১১. হাউসমেট,
১২. প্রাইভেট সেইলর
১৩. ওয়াচম্যান অ্যান্ড সিকিউরিটি গার্ড
১৪. ডমেসটিক লেবারার
১৫. পার্কিং ভ্যালেট ওয়ার্কার্স
১৬. হাউস ফ্যালকন কেয়ারটেকার অ্যান্ড ট্রেইনার
১৭. বেবিসিটার
১৮. প্রাইভেট নার্স
১৯. ইঞ্জিনিয়ার
বেতন কাঠামো ৬০০ থেকে ৮০০ দিরহাম মাসিক।
বিশেষ ভাবে উল্লেখযোগ্য
১৯ ক্যাটাগরীর ভিসার যে ক্যাটাগরীতেই যাননা কেন, আর যে কফিলের আন্ডারেই যাবেন সেই কফিলের আন্ডারেই থাকতে হবে। কোন রকম ব্যতিক্রম/কর্ম পরিবর্তন করার কোনই সুযোগ নেই।
আর টুরিষ্ট ভিসার জন্য এই লিংকে যান। https://www.emirates.com/bd/english/before-you-fly/visa-passport-information/prearranged-uae-visas.aspx