বাংলাদেশ তিন ধরনের খবরের কাগজ আপনি পেতে পারেন।
১. দৈনিক প্রকাশিত প্রধান খবরের কাগজ - বাংলাদেশে ৪১ টারও বেশী দৈনিক খবরের কাগজ। এই খবরের কাগজগুলো সারা দেশজুরে পাওয়া যায়। যেমন: প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন ইত্যাদি।
২. এলাকাভিত্তিক খবরের কাগজ বা জেলাভিত্তিক খবরের কাগজ - এলাকা ভিত্তিক বা জেলা ভিত্তিক অনেক প্রকাশিত খবরের কাগজ আছে যার সংখ্যা ১০০টিরও বেশী। যেমন: দৈনিক সিলেট, দৈনিক পূর্বাচল, দৈনিক করোতোয়া ইত্যাদি।
৩. নাম্বার হচ্ছে ইন্টারন্যাশনাল খবরের কাগজ অথবা ইংলিশ খবরের কাগজ - যেমন: The Daily Star, The independent ইত্যাদি।
এছাড়া রয়েছে বিষয় ভিত্তিক খবরের কাগজ।
ব্যবসা সংক্রান্ত দৈনিক: বনিক বার্তা, অর্থনীতি কাগজ ইত্যাদি।
চাকরি সংক্রান্ত: চাকরির খবর ইত্যাদি।