এভেঞ্জারস ৩ তে ইনফিনিটি স্টোন ছয়টি। সেগুলো নিচে দেয়া হল:-
-
স্পেস স্টোন (মহাজগতিক পাথর)
-
মাইন্ড স্টোন (মন কন্ট্রোল পাথর)
-
রিয়ালিটি স্টোন (বাস্তবতা পাথর)
-
পাওয়ার স্টোন (ক্ষমতা পাথর)
-
টাইম স্টোন (সময় পাথর)
-
সোল স্টোন (আত্মা পাথর)
এই ছয়টি পাথর সর্ম্পকে “গার্ডিয়ান অফ দ্যা গ্যালাক্সি” মুভিতে “দ্যা ক্যালেক্ট” নামক একজন চরিত্র এগুলো কোথা থেকে এসেছে তার সর্ম্পকে বর্ননা করেন। সেই মুভিতে বলা হয় যে, বিগ ব্যাঙ্গ এর সময় ছয়টি পাথর তৈরী হয় যেগুলো মহাবিশ্বের ক্ষমতা রাখে। আর এই পাথরগুলো একসাথে ব্যবহার করে সম্পূর্ন সভ্যতা মুছে ফেলা যায়। আর এগুলো মহাবিশ্বে যায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে।
সূত্র: মার্ভেল কমিক্স