ask.banglahub.com.bd (আস্ক বাংলাহাব) - খুব সহজেই আপনি ছবি এ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে আপনি দুটি পদ্ধতি ব্যবহার করতে পারেন।
১. ছবির লিংক ব্যবহার করে
- লিংক ব্যবহার করে ছবি আপলোড করতে চাইলে উপরের লেখার মেনু থেকে “ইনসার্ট লিংক” বটনে চাপ দিতে হবে।
তারপর একটি পপ আপ আসবে সেখানে ছবির মেইন লিংক দিলেই ছবি এখানে দেখাবে। সেক্ষেত্রে যে কোন ওয়েব সাইটের ছবির লিংক আপনি ইউজ করতে পারবেন।
২. ছবি আপলোড করে। এই অপশনটি নতুন যুক্ত করা হয়েছে।
- এই অপশনটি খুবই নতুন। নিচে “Upload an image” লেখার সাথে “Choose file” বাটন পাবেন। আপনি যে ছবিটি আপলোড করতে চান “Choose file” বাটনে ক্লিক করে সেই ছবিটি আমাদের সাইটে আপলোড করতে পারবেন। তবে সেক্ষেত্রে ছবির সাইজ ১ এমবির বেশী হলে আপলোড হবে না।