আত্ম উন্নয়ন বা সেলফ ডেভেলপমেন্ট বলতে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় যেসব বই ও ট্রেনিং ব্যবস্থাপনা রয়েছে তাতে শুধু জাগতিক উন্নতির বিবরণ বিবৃত রয়েছে। কিন্তু আত্ম উন্নয়ন বলতে কি শুধুমাত্র জাগতিক ভাবনা ও কর্মমূখী উন্নয়নকেই বুঝায় নাকি আত্মার উন্নতি তথা পরজাগতিক ভাবনার বিষয়াবলীকে বুঝায়? আমাদের এই স্থুল দেহটা হলো অর্গানিক বডি বা জৈবিক দেহ আর অন্তর দেহকে বলা হয় দেহী বা আলোক দেহ তথা অপটিক বডি, যে দেহটি মৃত্যুর সময় চলে যায় জৈবিক দেহটিকে ফেলে। তাই আত্ম উন্নয়ন ভাবনা আত্মা-প্রাণ-রূহ কেন্দ্রিক হওয়া বাঞ্ছনীয় নয় কি?