ইউরোপের সাংস্কৃতিক আন্দোলনকে রেনেসাঁ বলা হয়। আনুমানিক ১৪০০-১৬০০ সাল পর্যন্ত ইতালিতে ও ইউরোপের এক ঐতিহাসিক যুগকে বুঝায় যখন প্রাচীন পুস্তক অধ্যয়নের অনুশীলন বৃদ্ধি করে চিত্রকলায় দৃষ্টিভঙ্গির ব্যবহার এবং বিজ্ঞানের সামগ্রিক উন্নতি সংঘটিত হয়। রেঁনেসা শুরু হয় ইতালির ফ্লোরেন্স শহরে। রেনেসাঁর ফলে ইউরোপের সাংস্কৃতিক ও জ্ঞান-বিজ্ঞানের নতুন যাত্রা শুরু হয় যা ইউরোপকে বিশ্ব সভ্যতার নেতৃত্বে নিয়ে আসে। রেঁনেসার সময়কালে বেশ কয়েকজন গুণী ব্যক্তিত্ব রয়েছে যাদের মধ্যে লিওনার্দো দ্য ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলা, রাফায়েল, কোপার্নিকাস এবং গ্যালিলিও অন্যতম। রেঁনেসার বরপুত্র বলা হয় নিকোলা ম্যাকিয়াভেলিকে।