মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা সন্তানদের নাম হল:
-
জায়নাব বিনতে মুহাম্মাদ
-
রুকাইয়াহ বিনতে মুহাম্মাদ
-
উম্মে কুলসুম বিনতে মুহাম্মাদ
-
ফাতিমা বিনতে মুহাম্মাদ
এই চারজন কন্যার মধ্যে জায়নাব ও রুকাইয়াহ প্রথম স্ত্রী খাদিজা বিনতে খুওয়ালিদ এর গর্ভজাত, উম্মে কুলসুম ও ফাতিমা দ্বিতীয় স্ত্রী সাওদা বিনতে জামানের গর্ভজাত।
জায়নাব ও রুকাইয়াহ উভয়েরই বিয়ে হয়েছিল। জায়নাবের বিয়ে হয়েছিল খালাতো ভাই আবুল আস ইবনে রাবির সাথে। রুকাইয়াহর বিয়ে হয়েছিল উসমান ইবনে আফফানের সাথে। উম্মে কুলসুম ও ফাতিমা উভয়ই বিয়ে হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচাতো ভাই আলী ইবনে আবু তালিব এর সাথে।
ফাতিমা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে ছোট কন্যা এবং তিনিই একমাত্র সন্তান যিনি তাঁর জীবদ্দশায় তাঁর সাথে ছিলেন। ফাতিমার বিয়ে হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচাতো ভাই আলী ইবনে আবু তালিব এর সাথে। ফাতিমা ও আলী থেকেই ইমামদের বংশধারা শুরু হয়।