আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দু'জন স্ত্রী ছিলেন।
-
প্রথম স্ত্রী: নার্গিস (১৯২১-১৯২২)। কুমিল্লার মুরাদনগরের আলী আকবর খানের মেয়ে। বিয়ের পর নার্গিসকে 'প্রমীলা' নাম দেওয়া হয়।
-
দ্বিতীয় স্ত্রী: প্রমীলা দেবী (১৯২৪-১৯৪২)। বরিশালের ভুষনা গ্রামের প্রখ্যাত দেব পরিবারের মেয়ে।
নার্গিসের সাথে বিয়ে তেমন সুখকর হয়নি। বিয়ের রাতেই নজরুল তাকে ছেড়ে চলে যান। এরপর ১৯২৪ সালে তিনি প্রমীলা দেবীকে বিয়ে করেন। প্রমীলা দেবী নজরুলের জীবনে সঙ্গী ছিলেন তার সুখ-দুঃখে।
নজরুলের চার সন্তান ছিলেন, সবাই ছেলে। প্রথম দু'জন ছেলে অল্প বয়সেই মারা যান। বাকি দু'জনের নাম কাজী কৃষ্ণ মুহাম্মদ এবং কাজী সব্যসাচী।